

ভালোবাসার সপ্তাহের একদম মাঝে চলে এসেছি আমরা। আর কদিন পরেই ভ্যালেন্টাইনস ডে! নিশ্চয়ই সকলের একাধিক প্ল্যান রয়েছে এই দিন নিয়ে। কিন্তু তার আগে পুরো সপ্তাহ জুড়ে একাধিক সেলিব্রেশন চলছে। যার মধ্যে আজ টেডি ডে। এই দিনে শৈশব খুঁজে পেতে, শৈশব মনে করিয়ে দিতে বা একটু অন্য কিছু উপহার দিতে সঙ্গীকে বা কাছের বন্ধুকে টেডি বিয়ার দিয়ে থাকেন অনেকেই।


তাছাড়াও ভালোবাসার সঙ্গে টেডি বিয়ারের একটা আলাদাই সম্পর্ক রয়েছে। বহু মানুষ বড় বয়সেও টেডি বিয়ারের কালেকশন নিজের কাছে রাখতে চান, তাদেরও কিন্তু টেডি ডে-তে এই বিশেষ উপহার দেওয়া যেতে পারে। এবার টেডি বিয়ারের একাধিক রং হয়, সব রঙেরই আলাদা মানে থাকে। তাই কাকে কোন রঙের টেডি দেওয়া যেতে পারে, দেখে নিন-


সাদা রঙের টেডি বিয়া - সাদা রং সম্প্রীতি, শান্তি, শুদ্ধতার প্রতীক। তাই পরিবারের কাউকে এই দিনে উপহার দিতে চাইলে বা কোনও বন্ধুকে আজ কোনও উপহার দিতে চাইলে সাদা রঙের টেডি বিয়ার দেওয়া যেতে পারে। এছাড়াও যদি কেউ নতুন ভাবে কিছু শুরু করতে চান, কোনও সম্পর্ক শুরু হচ্ছে, তা হলে কিন্তু সাদা রঙের টেডি উপহার দেওয়া যেতে পারে।


লাল টেডি বিয়ার- ভ্যালেন্টাইন'স ডে-র আগে সঙ্গীকে উপহার হিসেবে কোনও কিছু দেওয়ার ক্ষেত্রে সব চেয়ে ভালো রং হতে পারে লাল। রোম্যান্স, ভালোবাসা, প্যাশন- এই সব কিছুর প্রতীক লাল। তাই আর আজ যদি সঙ্গীকে সব চেয়ে স্পেশ্যাল কোনও টেডি উপহার দিতে চান, তা হলে লালের বিকল্প আর কিছু নেই।


পিঙ্ক রঙের টেডি- সঙ্গীকে কতটা ভালোলাগে, তাঁর প্রতি আপনি কতটা স্নেহশীল, এই সব বোঝাতে বেছে নিতে পারেন পিঙ্ক রঙের টেডি বিয়ার। কোনও মহিলাকে যদি উপহার দিতে চান, তা হলে এর চেয়ে ভালো রং আর কিছু নেই।


কমলা রঙের টেডি- সৃজনশীলতা, প্যাশন, এনার্জি ও হ্যাপিনেসের প্রতীক এই রং। এই রঙের টেডি যে কাউকে দিলে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন সঙ্গীর সঙ্গে যদি কারও জীবন শুরু করার পরিকল্পনা থাকে, তাহলে তাকে এই রঙের টেডি উপহার হিসেবে দেওয়া যেতে পারে।


নীল রঙের টেডি- আকাশ ও জলের রং। যা সত্যতা, বিশ্বাস ও আত্মবিশ্বাসের প্রতীক। এই রঙের টেডিও বন্ধু থেকে সঙ্গী যে কাউকে দেওয়া যেতে পারে। কাউকে এই রঙের টেডি দিলে তার কিন্তু ভালো লাগবেই।


সবুজ রঙের টেডি- নীল, লাল, হলুদ বা পিঙ্ক রঙের টেডি দেখা গেলেও সাধারণত সবুজ দেখা যায় না। তাই একদিকে এই রং খুবই আনকমন। তার উপরে সৌন্দর্য ও উন্নতির প্রতীক এই রং। তাই অফিসের কোনও বন্ধুকে বা পরিচিত কাউকে আজকের দিনে টেডি উপহার দিতে চাইলে এই রঙের টেডি দেওয়া যেতে পারে।


হলুদ রঙের টেডি- অন্যতম জনপ্রিয় এই রং অনেকেরই ভালো লাগে। কিন্তু এই রঙের টেডি কাউকে দেওয়া মানে তার প্রতি আর কোনও ইমোশন বা ভালো লাগা নেই বোঝায়। তাই কাউকে এই রঙের টেডি দেওয়ার আগে ভাবনা-চিন্তা করে নেওয়া ভালো।


বেগুনি রঙের টেডি- বেগুনি রঙের টেডিও খুবই সুন্দর দেখতে হয়। কিন্তু হলুদ টেডির মতো এই টেডিও কাউকে উপহার দিতে গেলে ভাবা উচিৎ! কারণ এতেও কারও প্রতি ইমোশন না থাকা বোঝায়।