গরম পড়লে চুল নিয়ে একটা ভাবনা বোধ হয় সবার মধ্য়েই থাকে। অনেকে চুল কেটে ফেলেন। কিন্তু অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না। তাই চুল না কেটে কিছু অভিনব হেয়ারস্টাইল পছন্দ করতে পারেন।
2/ 5
যদি আপনার চুল ঘাড়ে স্পর্শ না করে তাহলে গরমে খুব অসুবিধা হওয়ার কথা নয়। পিক্সি কাট করতে পারেন। সাইডে দুটো রঙিন ক্লিপ লাগাতে পারেন। রংবেরংয়ের ক্লিপ লাগানোও এখন ট্রেন্ড।
3/ 5
আপনার যদি স্ট্রেট চুল হয়, তাহলে আপনাকে বেশি চিন্তা করতে হবে না। টপ নট করতে পারেন, চুলে হাইলাইট করলেও মন্দ হবে না।
4/ 5
এছাড়া হাফ বান বা মেসি বান আপনার কার্লি চুলের জন্য় বেশভালই হবে। সঙ্গে শর্টস আর ঢিলা টি শার্ট আপনাকে আরামদায়ক চেহারা দেবে।
5/ 5
আপনি যদি সন্ধ্য়ায় কোথাও যেতে চান তাহলে চুল খুলে রাখতে পারেন, পরতে পারেন অফ শোলডার। সন্ধের মৃদুমন্দ হাওয়ায় ভালই লাগবে।