যতই মেকআপ করুন, চুলে যদি জেল্লা না থাকে, সেই সাজ সম্পূর্ণ হয় না। রুক্ষ চুলের সমস্যায় অনেকেই ভোগেন। আবার মাথায় যদি একগোছা পাকা চুল উঁকি মারে তা-ও মোটেই দেখতে ভাল লাগে না। শ্য়াম্পু, কন্ডিশনার, স্পা, আরও কত কিছু আছে। কিন্তু এসব করেও অনেক সময়ে সমস্যার সমাধান পাওয়া যায় না। তাই সময় ও অর্থ দুটো ব্য়য় করতে হয় অনেকটাই। কিন্তু এই সমস্য়ার সমাধান খুব সহজ। সামান্য ক্যাস্টর অয়েলেই মিটতে পারে বেশ কিছু চুলের সমস্যা।