অতিরিক্ত মাত্রায় শরীরে মার্কারি গেলে তা চুল পড়ার সম্ভাবনা বাড়াবে। আর মার্কারি সবচেয়ে বেশি থাকে মাছে। বিগত কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তনের জন্য মার্কারি মাছের মধ্যে পাওয়া যায়। বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন ম্যাকারেল, টুনা, শার্ক ফিশ ও সোর্ডফিশে মার্কারির পরিমাণ বেশি থাকে।