তবে সমস্যা যেমন আছে। তার কিছু সমাধানও আছে। বিশেষজ্ঞরা কয়েকটি সমাধানের কথা উল্লেখ করেছেন। এদের মধ্যে অন্যতম হল নারকেল তেল। তবে শুধু নারকেল তেল বাইরে থেকে মাখলেই হবে না। প্রথমেই কোভিডের পরে ডায়েটের দিকে নজর দিতে হবে। যথেষ্ট পরিমাণে পুষ্টি, ভিটামিন দরকার। তার সঙ্গে নিয়মিত মাথায় নারকেল তেলের ব্যবহার সমাধান আনতে পারে।