ত্বকচর্চায় গোলাপ জলের ব্যাপক ব্যবহার রয়েছে। কিন্তু চুলের যত্নে? শুনতে আশ্চর্য লাগলেও সত্যি চুল এবং মাথার ত্বকের জন্য গোলাপ জল অত্যন্ত উপকারী। বিশেষজ্ঞরা বলেন, গোলাপ জল চুলের তেলতেলে ভাব এবং খুশকি কমাতে সাহায্য করে। এতে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট রয়েছে। ফলে সোরিয়াসিস বা একজিমার মতো মাথার ত্বকের অবস্থার রোগের জন্য উপকারী। গোলাপ জলের মিষ্টি গন্ধ চুলের জন্য উপকারি না হলেও মনে প্রশান্তিদায়ক অনুভূতি নিয়ে আসে। মেজাজ ফুরফুরে থাকে। এটা মাথাব্যথা এবং বিরক্তি কমায়।
গোলাপ জল সম্পর্কে: হাজার হাজার বছর আগে প্রাচীন পারস্যে গোলাপ, গোলাপ তেল এবং গোলাপ জলের চাষ শুরু হয়। আজ যে দেশ ইরান নামে পরিচিত। ১০ম শতাব্দীর পার্সিয়ান চিকিৎসক এবং অ্যালকেমিস্ট আভিসেনা প্রথম গোলাপ জলের উদ্ভব করেছিলেন বলে ধরা হয়। ফুটন্ত ডিস্টিল ওয়াটারে গোলাপের পাপড়ি ফুটিয়ে তৈরি হয় গোলাপ জল। এ জন্য বেছে নেওয়া হয় সবচেয়ে সুগন্ধিযুক্ত গোলাপ ফুল। এর মধ্যে রয়েছে রোজা ক্যানিনা, রোজা ডামাসেনা (দামাস্কাসের গোলাপ) এবং রোজা সেন্টিফোলিয়া।