এরপর একটা টক টক গন্ধ বেরোলে জল থেকে বুঝবেন আপনার মিশ্রন তৈরি। এবার শ্যাম্পু করার পর জলের সঙ্গে ওই রেখে দেওয়া চাল ধোওয়া জল দু থেকে তিন চামচ মেশান। এবং ভালো করে মাথায় মাখুন। ১৫ মিনিট ভিজে চুলে এই মিশ্রন মেখে রেখে দিন। তারপর ধুয়ে নিন জলে। এভাবে সপ্তাহে অন্তত চার বার করুন। এবং প্রতিদিন কম করে দু'বার চুলে ভালো করে ব্রাশ করুন। এভাবে করলে রাতারাতি ফল পাবেন। চুল ঝরা তো কমবেই। নতুন চুল গজাবেও। photo source collected