প্রথম প্রথম তুলে ফেললেও পরে এতটাই ছড়িয়ে পড়ে, যে পাকা চুল তুলে ফেললে টাক পড়ার সম্ভাবনা দেখা দেয়। আর এই চিন্তায় শরীরেরও অবনতি হতে থাকে। কিন্তু এই সমস্যা থেকেও রেহাই পাওয়ার রাস্তা রয়েছে। আর সেই সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই। বাজার থেকে বিভিন্ন রাসায়নিক যুক্ত রং বা হেনা ব্যবহার করার আগে এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন।
এক মুঠো মেথি গরম নারকেল তেলে বা আমন্ড অয়েলে ১৫মিনিট ধরে ফোটান। এবারে সেই তেল ছেঁকে নিন। গরম তেল একটু ঠান্ডা হলে চুলের গোড়ায় মালিশ করুন। ভাল ফল পেতে চুলে তেল মেখেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে উঠে শ্যাম্পু করে নিন। কিন্তু যাঁদের অয়েলি স্কিনের সমস্যা রয়েছে বা তেল মাখলেই মুখে রাশ বেরোয় তাঁরা তেলটা দুই ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।