বৃষ্টিতে ভিজছে শহর। মেঘের গর্জন, মাটির সোঁদা গন্ধ- এ সব কিছুই উপভোগ করার মতো। তবে তার মাঝেই মশার উপদ্রব কম নয়।
2/ 6
দোকান থেকে কিনে আনা ধূপ, ক্রিম কোনও কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না? কিন্তু জানেন কি, রান্নাঘরে থাকা দু'টি বস্তু দিয়েই হতে পারে সমস্যার সমাধান।
3/ 6
রান্নাঘরের দুই উপাদানেই হবে মুশকিল আসান। টাকা খরচ করে আর মশা তাড়ানোর প্রয়োজন পড়বে না।
4/ 6
জোয়ান এবং সর্ষের তেলের দাপটেই দূর হবে মশা। খুব সহজেই এই উপাদানগুলিকে কাজে লাগাতে পারেন।
5/ 6
ওই দুই উপাদানের তীব্র গন্ধে মশা আর ধারেকাছে আসবে না। আর এই মিশ্রণ ব্যবহার করলে ধূপের ধোঁয়া এড়িয়ে যাওয়া যায়।
6/ 6
তাই সাশ্রয় করতে এই টোটকা ব্যবহার করে দেখতেই পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
How to get rid of Mosquitoes: বৃষ্টিতে মশার উপদ্রব! এক টাকাও খরচ হবে না, রান্নাঘরের ২ উপাদানেই আছে ম্যাজিক
তাই সাশ্রয় করতে এই টোটকা ব্যবহার করে দেখতেই পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)