বাঙালির কারোর সঙ্গে কোনও তুলনাই হয়না কেননা বাঙালি এক্কেবারে অনন্য ৷ অন্যের থেকে এক্কেবারে আলাদা বাঙালি ৷ প্রতীকী ছবি ৷
2/ 7
খাদ্য রসিক বাঙালির নিরামিষ কিংবা আমিষ কোনও খাবারেই কোনও বাঙালির না নেই কেননা ৷ বাঙালি খেতে ভালবাসে ভালবাসে খাওয়াতেও ৷ প্রতীকী ছবি ৷
3/ 7
অতিথি আপ্যায়নও বাঙালির অন্যতম একটি স্বভাবের মধ্যে পড়ে ৷ কেউ যদি বাড়ি যান তাঁদের খাইয়ে পরিয়েও হয়না ৷ খাবার প্যাক করে দেন ৷ প্রতীকী ছবি ৷
4/ 7
অতিথিও বাড়ি ফেরার সময়ে সেই খাবার সহজেই নিয়ে যান ৷ হাসিমুখে সৌজন্য গ্রহণ করেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 7
অতিথি বা আত্মীয় স্বজনকে খাবার দিয়ে দেওয়ার সঙ্গে নুন ও লঙ্কা সঙ্গে একটু দিয়ে দেওয়া হয়, এর পিছনে কারণ আছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 7
আসলে অনেক দোকানেও দেখতে পাওয়া যায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখা হয় যাতে কারও নজর না লাগে ৷ প্রতীকী ছবি ৷
7/ 7
অনেকেরই বিশ্বাস বাড়ির বাইরে ঘরের খাবার রাস্তাঘাট ঘুরে অন্য জায়গায় পৌঁছবে তাতে খাবার যাতে নজর মুক্ত থাকেন সেই কারণেই একটু নুন ও লঙ্কা দিয়ে দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷