একইরকম ভাবে ঘরে চাল নেই বা চাল ফুরিয়ে এসেছে বোঝাতে, 'চাল বাড়ন্ত' শব্দবন্ধের ব্যবহার করা হয়ে থাকে। এর সঙ্গে একটি লোকবিশ্বাসও জড়িয়ে আছে। মনে করা হয়, গৃহস্থের চালের পাত্র ফাঁকা হয়েছে কিংবা চাল শেষ হয়ে গেছে এই কথা শুনলে সংসারে স্বচ্ছলতা চলে যেতে পারে। তাই চাল শেষ হয়েছে এটা না বলে বিপরীতার্থক ‘চাল বাড়ন্ত’ শব্দবন্ধের প্রয়োগ করা হত, যাতে গৃহস্থের অকল্যাণ না হয়।