মেথি চা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: আয়ুর্বেদ শাস্ত্র পড়লেই জানা যায় মেথির ঔষধি গুণাবলি ঠিক কতটা। গবেষণায় প্রমাণিত হয়েছে, মেথি রক্তে শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সকালে মেথির চা পান করলে সারাদিন রক্তে শর্করার পরিমাণ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ওয়েবএমডির খবর অনুযায়ী, মেথির চা প্রসূতিদের জন্যেও অত্যন্ত উপকারী৷ এ ছাড়া মাসিকের ব্যথা কমাতেও মেথি খুবই উপকারী। মেথি শরীরে কার্বোহাইড্রেট শোষণের প্রক্রিয়াকে ধীর করে দেয়।
গবেষণায় বলা হয়েছে, মেথি ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, এটি লিপিড মেটাবলিজমের ভারসাম্য বজায় রাখে। টাইপ-২ ডায়াবেটিস হয় অনিয়ন্ত্রিত লিপিড মেটাবলিজমের কারণে। মেথির নির্যাস শরীরে কার্বোহাইড্রেটের শোষণ নিয়ন্ত্রণ করে। তাই সকালে মেথির চা পান করলে সারাদিন রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। ছবি: ক্যানভা