*মেয়ে অন্তঃস্বত্বা। নতুন অতিথিদের আসার অপেক্ষায় দিন গুনছে পরিবার। এমতাবস্থায় মেয়ের সাধ না দিলে চলে? তাই পাঁজি দেখে দিনক্ষণ ঠিক হল। আর তারপর মহা সাড়ম্বরে মিটল সাধ পর্ব। ছবি: ইনস্টাগ্রাম।
*গর্ভবতী আদরের পোষ্যের অভিনব এই সাধের অনুষ্ঠানের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, লাল বেনারসী পরিয়ে আদরের পোষ্যকে বসতে দেওয়া হয়েছে আসনে। সামনে সাজিয়ে দেওয়া হয়েছে খাবার। ছবি: ইনস্টাগ্রাম।
5/ 6
*calcutta canvas নামে ইনস্টাগ্রামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে ছবিগুলি। ছবি: ইনস্টাগ্রাম।
6/ 6
*দেশের বিভিন্ন প্রান্তে যখন পশুদের ওপর অত্যাচার চলছে। বিষ দিয়ে মেরে ফেলা হচ্ছে,সেখানে এই ধরণের উদ্যোগ কুর্নিশের যোগ্য বললেও কম বলা হয়। ছবি: ইনস্টাগ্রাম।