

ঋতুস্রাব কবে হয় প্রতি মহিলাই তাঁদের নিজেদের মতো করে বিষয়টির হিসেব রাখেন ৷ কারণ এর ওপর তাদের অনেক হিসেবনিকেশ থাকে ৷ এমনকি এর সামাণ্য গন্ডগোলে জীবনে অনেক পরিবর্তনও আসে ৷ Photo- Representive


কবে আপনার পিরিয়ডসের ডেট কবে হচ্ছে ওভিউলেসন আপনি কি প্রেগন্যান্ট এই সব হিসেবে একান্তই আপনার ব্যক্তিগত ৷এই তথ্য আপনি ছাড়া যিনি জানেন তিনি আপনার পার্টনার ৷ Photo- Representive


এখন আপনার ও আপনার পার্টনারের বাইরেও এই তথ্য জানে , কে জানে জানেন! ফেসবুক জানে ৷ আপনি ভাবছেন কী আজেবাজে কথা ৷ মোটেই নয় ৷ আপনার কোনও এক প্রিয় বন্ধু আপনার সুবিধার জন্য দিয়েছেন পিরিয়ড ট্র্যাকার ৷ আর সেই আপনার সঙ্গে শত্রুতা করছে ৷ Photo- Representive


ফেসবুক এর থেকেই সব তথ্য জেনে যাচ্ছে ৷ সেখানেই বুঝে যাচ্ছে আপনার পিরিয়ডসের ডেট কবে ৷ এবং আপনি পিরিয়ডস মিস করলে এটাও জেনে যাচ্ছে আপনি তাহলে প্রেগন্যান্ট !Photo- Representive