চশমা জিনিসটা ভালো ভাবে দেখতে সহযোগিতা করে বইকি, কে তা অস্বীকার করবে? তবে পাশাপাশি এটাও স্বীকার করে নিতেই হয় যে জীবনযাত্রার বেশ কিছু ধাপে জিনিসটা অসহযোগিতাও বড় কম করে না। ঠিক একটা বাচ্চা মতোই যত্ন নিতে হয় তার। আদতে ভঙ্গুর কি না, তাই কিছুতেই নিশ্চিন্ত থাকা যায় না। যদি অনেকটা টাকা খরচ করে অ্যান্টিগ্লেয়ার ব্রোকেন ফ্রি গ্লাস নেওয়া যায়, তাহলে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকা যায় যে হাত থেকে পড়ে গেলে অন্তত কাচদু'টো ভাঙবে না!
কিন্তু ফ্রেম? সেটা যে ভাঙবে না, তার গ্যারান্টি কোথায়? বাক্সে ভরে রাখতে গেলেও যে ভেঙে যাবে না, সে ব্যাপারেও কি নিশ্চিন্ত থাকা যায়? তার উপরে করোনাকালে এসে জুটেছে এক নয়া ঝক্কি- ফেস মাস্ক পরলে চশমা নাকে, কানে ঠিক মতো বসে না, মাঝে মাঝেই নেমে আসতে চায়! তার উপরে নাক থেকে গরম হাওয়া বেরিয়ে এসে কাচদু'টোকেও আকছার করে তোলে ঝাপসা! দেখে নেওয়া যাক এক এক করে- এই সমস্যা সমাধানে কী কী প্রতিকারের উপায় রয়েছে আমাদের হাতের কাছে!