হোম » ছবি » লাইফস্টাইল » মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়

মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়

  • 16

    মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়

    চশমা জিনিসটা ভালো ভাবে দেখতে সহযোগিতা করে বইকি, কে তা অস্বীকার করবে? তবে পাশাপাশি এটাও স্বীকার করে নিতেই হয় যে জীবনযাত্রার বেশ কিছু ধাপে জিনিসটা অসহযোগিতাও বড় কম করে না। ঠিক একটা বাচ্চা মতোই যত্ন নিতে হয় তার। আদতে ভঙ্গুর কি না, তাই কিছুতেই নিশ্চিন্ত থাকা যায় না। যদি অনেকটা টাকা খরচ করে অ্যান্টিগ্লেয়ার ব্রোকেন ফ্রি গ্লাস নেওয়া যায়, তাহলে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকা যায় যে হাত থেকে পড়ে গেলে অন্তত কাচদু'টো ভাঙবে না!

    MORE
    GALLERIES

  • 26

    মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়

    কিন্তু ফ্রেম? সেটা যে ভাঙবে না, তার গ্যারান্টি কোথায়? বাক্সে ভরে রাখতে গেলেও যে ভেঙে যাবে না, সে ব্যাপারেও কি নিশ্চিন্ত থাকা যায়? তার উপরে করোনাকালে এসে জুটেছে এক নয়া ঝক্কি- ফেস মাস্ক পরলে চশমা নাকে, কানে ঠিক মতো বসে না, মাঝে মাঝেই নেমে আসতে চায়! তার উপরে নাক থেকে গরম হাওয়া বেরিয়ে এসে কাচদু'টোকেও আকছার করে তোলে ঝাপসা! দেখে নেওয়া যাক এক এক করে- এই সমস্যা সমাধানে কী কী প্রতিকারের উপায় রয়েছে আমাদের হাতের কাছে!

    MORE
    GALLERIES

  • 36

    মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়

    স্পেশ্যাল স্প্রে - যাঁরা সারাক্ষণ চশমা পরে থাকেন, তাঁদের এটা কিনে রাখা উচিৎ। এই জাতীয় অ্যান্টি-ফগ লোশন চশমার কাচে স্প্রে করে দিয়ে সেটা একবার মুছে নিতে হয়। তার পর হাজার মাস্ক পরে থাকলে যত গরম নিশ্বাসই বেরিয়ে আসুক না কেন, কাচ আবছা হবে না।

    MORE
    GALLERIES

  • 46

    মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়

    ফিটেড মাস্ক - যে মাস্কটা পরছি আমরা, সেটা ফিটেড, মানে একেবারে মাপে মাপ হতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নাকের চারপাশে ফাঁকা জায়গা না থাকে। তাহলেই আর গরম হাওয়া বেরিয়ে এসে চশমার কাচ আবছা করে দিতে পারবে না।

    MORE
    GALLERIES

  • 56

    মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়

    লিকুইড সোপ- লিকুইড সোপের এক ফোঁটাও এক্ষেত্রে কাজে আসতে পারে। চশমার কাচে এক ফোঁটা ফেলে একটা কাপড় দিয়ে বেশ করে মুছে নিলেই হল। লিকুইড সোপের স্বচ্ছ আবরণ নিশ্বাসে কাচ আবছা হতে দেবে না, আবার দেখার অসুবিধাও করবে না.

    MORE
    GALLERIES

  • 66

    মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়

    নাকে টেপ লাগিয়ে রাখা - মেডিক্যাল টেপ যদি ফেস মাস্কের যে অংশটা নাকে আছে, তার উপরে লাগিয়ে রাখা যায়, তাতেও কাজ হবে। এক্ষেত্রে ওই টেপ মাস্কটাকে নাকের সঙ্গে আটকে রাখবে, ফলে চশমার কাচ আবছা হওয়ার কোনও জায়গাই থাকবে না!

    MORE
    GALLERIES