সানডে হো ইয়া মনডে রোজ খাও আন্ডে- জনপ্রিয় বিজ্ঞাপন লাইন৷ কিন্তু আদৌ কি রোজ ডিম খাওয়া উচিত (Healthy Lifestyle)৷ সকলেরই কি এরকমভাবে ডিম খাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা৷ একটা জিনিস নিশ্চিত ডিম একটি সুষম খাবার৷ আর এতে একাধিক গুণাগুন (Egg Health benifit) রয়েছে৷ বিশেষত করোনা ভাইরাস আবহে ইমিনিউটি নিয়ে যখন এত কথা হচ্ছে তখন ডিমকে (Egg) কি দূরে সরিয়ে রাখা যায়৷ Photo- Representative
ফলে সকাল বেলা একটি সেদ্ধ ডিম খেলে সারাদিন শরীরে শক্তি পাওয়া যায়। সেদ্ধ ডিমে শরীরের জন্য উপকারী মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড কোলস্টোরল আছে। এগুলো স্যাচুরেটেড ফ্যাটকে সরিয়ে দিয়ে তার স্থান দখল করে এবং রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে ফেলে। ফলে হার্ট ভালো থাকে। ইনসুলিন নিয়ন্ত্রণ করে এবং রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে টাইপ-২ ডায়বেটিসের জন্য এধরণের ফ্যাটগুলো খুবই উপকারী।সেদ্ধ ডিমের দুই তৃতীয়াংশই এ ধরণের উপকারী ফ্যাট দিয়ে গঠিত।Photo- Representative
সেদ্ধ ডিমে আছে ভিটামিন ডি যা হাড় ও দাঁত শক্ত করে। ভিটামিন ডি খাবার থেকে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে এবং রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে শরীরের হাড়ের কাঠামো মজবুত ও শক্ত হয় এবং হাড়ের ক্ষয় রোধ হয়। প্রতিদিন সকালের জল খাবারে একটি সেদ্ধ ডিম খেলে ৪৫ আন্তর্জাতিক ইউনিট ভিটামিন ডি পাওয়া যায় যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। Photo- Representative