রান্নাকে সুস্বাদু করে তুলতে পেঁয়াজ সব সময়ই জুড়িহীন৷ বিশেষ করে মশলাদার রান্নায় স্বাদ, গন্ধ এবং বর্ণ বাড়িয়ে তোলে পেঁয়াজ৷ কিন্তু জানেন কি রান্নাঘরের প্রচুর মুশকিলের একমাত্র আসানও এই সব্জিই৷ দৈনন্দিন গৃহস্থালির বহু সমস্যার উতত্র লুকিয়ে আছে পেঁয়জে৷ দেখে নিন কী করে পেঁয়াজ সাংসারিক নানা দরকারে কাজে লাগাবেন (easy hacks by onion)৷
জানেন কি পেঁয়াজ দিয়েই পরিষ্কার করতে পারবেন আপনার গ্রিলার এবং মাইক্রোওয়েভ আভেন? পেঁয়াজের অতিমাত্রার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক গুণ এই সমস্যা সমাধানে কার্যকর হয়৷ গোল গোল স্লাইসে পেঁয়াজ কেটে নিন৷ এর পর গ্রিলারের রড পরিষ্কার করুন পেঁয়াজের রিং দিয়ে৷ এর ফলে গ্রিলারের ব্যাকটেরিয়া, ধুলো এবং খাবারের টুকরো৷
পোচ তৈরির সময় আমরা অনেকেই ঘেঁটে ফেলি৷ ফলে পোচের আকার ঠিক সুডৌল গোল হয় না৷ এ বার থেকে পাত্র গরম করে তেল বা মাখন দিয়ে তার উপর একটি বড় পেঁয়াজের রিং রাখুন৷ এ বার ডিম ভেঙে ওই পেঁয়াজের রিং-য়ের মধ্যেই রাখুন৷ তার পর পোচ ভাজুন৷ ভাজা হয়ে গেলে আলতো হাতে পেঁয়াজে রিং সরিয়ে নিন৷ আপনার সঠিক মাপের পোচ তৈরি৷
ছুরি, পাত্র বা চামচে অনেক সময়েই মরচে পড়ে যায়৷ বেশ কয়েক বার সাবানে চুবিয়েও লাভ হয় না৷ সেই সমস্যার সমাধানও পেঁয়াজ৷ একটা বড় পেঁয়াজের মধ্যে ছুরি গেঁথে তার পর ছুরিতে পেঁয়াজটি বুলিয়ে নিন৷ বেশ কিছুক্ষণ পেঁয়াজের মধ্যেই রাখুন ছুরিকে৷ এ বার যখন পেঁয়াজটি সরাবেন, তখন দেখবেন মরচের দাগ সরে গিয়েছে৷