পূর্ব ভারতের মূল খাবারই ভাত৷ ভাত ছাড়া পূর্ব ভারতের মানুষের খাওয়া অসম্পূর্ণ৷ ভাতের কার্বোহাইড্রেটস অনেক সময়েই ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়ায়৷ তাছাড়া ভাতে বেশ কিছু পুষ্টিমূল্যও নেই৷ ফলে অনেক ক্ষেত্রেই ভাত সুষম আহার হয়ে উঠতে পারে না৷ তবে ভাতেরও বিকল্প আছে৷ এখানে দেওয়া হল সেরকমই কিছু খাবারের সন্ধান৷ (healthy alternatives to rice)