

এই মুহূর্তে গোটা দেশ বসে আছে করোনা ভ্যাকসিনের জন্য, আর এরমধ্যেই এমন এক খবর প্রকাশ্যে আসল, যা শুনে মাথায় হাত সুরাপ্রেমীদের। গবেষকরা স্পষ্ট জানিয়ে দিলেন, করোনা টিকা নিতে গেলে মদ ছোঁয়া যাবে না! মদ খেলে শরীরে কাজ করবে না করোনা ভ্যাকসিন।


কতদিন মদ ছেড়ে থাকতে হবে? গবেষকরা জানাচ্ছেন, রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি নিতে গেলে টিকাকরণের ২ মাস আগে থেকেই মদ্যপান ছেড়ে দিতে হবে।


রাশিয়ার কনজিউমার হেলথ-এর প্রধান আন্না পপোভা একটি রেডিয়ো স্টেশনে জানিয়েছেন, স্পুটনিক-ভি'র প্রথম দু'টি ডোজ নেওয়ার আগে ২ সপ্তাহ মদ থেকে দূরে থাকতে হবে। টিকা নেওয়ার পরে আরও ৪২ দিন ব্যক্তি মদ্যপান করতে পারবেন না।


সামনেই বড়দিন, নিউ ইয়ার...জমজমাট উৎসবের মরশুমে মদ ছেড়ে থাকা কী মুখের কথা? এখন এই চিন্তাতেই মাথা ঘুরছে মস্কোর বাসিন্দাদের। কেউ কেউ এও বলছেন, '' মদ ছেড়ে থাকলে শরীরে যে পরিমাণ স্ট্রেস পড়বে, আর তাতে শরীরের যা ক্ষতি হবে, তা ভ্যাকসিনের সাইড এফেক্টের থেকে বেশি।''