Healthy Lifestyle: সঙ্গম শেষ হয়ে গেলে সঙ্গীকে ছে়ড়ে উঠে যাবেন না৷ এতে আপনার সঙ্গী হতাশ হবেন৷ বরং শক্ত করে তাঁর হাত ধরে রখুন৷ বুকে মাথা রেখে ঘুমোন৷ সম্পর্ককে আরও দৃঢ় করুন৷
বলা হয়, বারবার যৌনমিলন মহিলাদের ইউটিআইয়ের সমস্যা বাড়ায়৷ ঘনঘন সঙ্গমে মহিলাদের শরীরে ই কোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়৷ তাই নারী হোক বা পুরুষ, সহবাসের পর অবশ্যই প্রস্রাব করতে হবে। এটি মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি কমায়।
2/ 5
সঙ্গমের পরেই ভারী কোনও খাবার বা অ্যাসিড যুক্ত খাবার খাবেন না৷ ভারী খাবার এড়িয়ে চলুন৷ এটি কিন্তু আপনার জন্য ক্ষতিকর৷
3/ 5
খাবার খাওয়ার পরেই সঙ্গমে লিপ্ত হবেন না৷ কারণ এতে পেটের সমস্যা হতে পারে। কমপক্ষে এক ঘণ্টার ব্যবধান থাকা উচিত।
4/ 5
সঙ্গমের পরে অবশ্যই অন্তর্বাস বদলাবেন৷ তা না হলে কিন্তু সংক্রমণের আশঙ্কা থাকে৷
5/ 5
সঙ্গম শেষ হয়ে গেলে সঙ্গীকে ছে়ড়ে উঠে যাবেন না৷ এতে আপনার সঙ্গী হতাশ হবেন৷ বরং শক্ত করে তাঁর হাত ধরে রখুন৷ বুকে মাথা রেখে ঘুমোন৷ সম্পর্ককে আরও দৃঢ় করুন৷