1/ 6


অনেকেই বাঙালি নিয়মে মঙ্গলবার আর বৃহস্পতিবার চুল আর নখ কাটেন না৷ আবার কেউ কেউ জন্মবারেও চুল নখ কাটতে চান না৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই অভ্যাসটি কিন্তু ভুল নয়৷
2/ 6


কিন্তু এ তো গেল কোনদিন চুল নখ কাটা বারণ৷ কিন্তু আপনি কি জানেন কোনদিন চুল নখ কাটলে আপনার সংসার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে?
3/ 6


রবিবার সকলের ছুটি দিন৷ সেই দিনটিতে অনেকেই চুল নখ কেটে পরিষ্কার হন৷ কিন্তু এই দিনটি চুল নখ কাটার পক্ষে মোটেই ভাল নয়৷ কারণ, মনে করা হয় এই দিনটি সূর্যদেবের দিন৷
5/ 6


সোমবারের শিবের দিন বলা হয়৷ এছাড়াও এই দিনটি চন্দ্র দেবের দখলে৷ কথিত আছে, সোমবার চুল নখ কাটা বারণ৷ আপনার মন স্থিতিশালী রাখতে এইদিন চুল নখ কাটবেন না৷