অনেক সময়েই সঙ্গমে আগ্রহ থাকে না। কিছু সময় পরেই মন চলে যায়। কিন্তু আয়নায় নিজেদের সঙ্গমরত অবস্থায় দেখলে উদ্দীপনা ধরে রাখতে পারবেন।
3/ 5
শুধু সঙ্গমই নয়। যখন আপনার স্ত্রী বা সঙ্গিনী সাজগোজ করবেন, তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরুন। দেখুন একসঙ্গে কেমন দেখায় আপনাদের।
4/ 5
অনেক সময়েই যৌন জীবনে একঘেয়েমি চলে আসে। তাই এই ধরনের বিষয়গুলি সঙ্গমে একঘেয়েমি কাটাতেও সাহায্য় করে।
5/ 5
বলা হয় কিছু মুহূর্ত বন্দি করে রাখা উচিত। তবে কখনওই আপনাদের ব্য়ক্তিগত মুহূর্ত ফোন বা ক্য়ামেরাবন্দি করবেন না। কারণ, সাইবার দুনিয়া কখনও কোনওভাবে সুরক্ষিত নয়।