

মেসেজ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপই কি আপনার সবচেয়ে পছন্দের মেসেজিং অ্যাপ ৷ দিনের একটা বড় সময়ে আপনি এর মধ্যেই থাকেন তা যে পেশাদার জগতের কমিউনিকেশন হোক বা পার্সোনাল ৷ তাহলে একবার চোখ বুলিয়ে নিন হোয়াটসঅ্যাপের এই ট্রিক্সগুলি আপনি জানেন কিনা ৷ Photo- File


আপনার হোয়াটসঅ্যাপের ডেটা ব্যবহার কতটা হয় সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন ৷ আপনাকে যেতে হবে সেটিংসে , সেখানে গিয়ে আপনি কোন জিনিসটা সরাসরি ডাউনলোড করতে চান বা চাননা সেটা সিলেক্ট করে ফেলুন ৷ অযথা ডেটা খরচ বন্ধ হয়ে যাবে ৷ Photo-Collected


মেসেজ লিখে ফেলেছেন কিন্তু এই মেসেজটা যাওয়া উচিত নয় ৷ তাহলে দ্রুত সেটাকে সিলেক্ট করুন ৷ তারপর ডিলিট ফর এভ্রিওয়ান সিলেক্ট করে ডিলিট করে দিন ৷ কিন্তু এটা একটু তাড়াতাড়ি করতে হবে নইলে কিন্তু আপনি মেসেজ ডিলিট করতে পারেবন না ৷ Photo-Collected


মেসেজের ব্লু টিক যেন বাকি কেউ দেখতে না পায় তা চান ৷ তারও উপায় আছে ৷ এতে কেউ বুঝতে পারবে না আপনার কাছে মেসেজ ডেলিভারি হল কিনা ৷ এর জন্যে সেটিংস অপশানে যান ৷ সেখান থেকে প্রাইভেসি-তে যান৷ সেখান থেকে রিড রেসিপিয়েন্টস অফ করে দিন ৷ Photo-Collected


আপনি আপনার ফোনের লাস্ট সিন অপশনটিও বন্ধ করতে পারেন ৷ অ্যাকাউন্ট থেকে প্রাইভেসি সেখান থেকে লাস্ট সিন অফ করে দিন ৷ Photo-Collected


কারোর একটা মেসেজ পাওয়া খুব জরুরি আপনি তাঁর মেসেজের আলাদা নোটিফিকেশনও পেতে পারেন ৷ যার চ্যাট থেকে আপনার গুরুত্বপূর্ণ মেসেজ আসবে তার চ্যাটটা টিপে ধরুন ৷ তারপর তার নামের ওপর ক্লিক করে কাস্টম টিউন ব্যবহার করুন ৷ Photo-Collected


আপনার লেখাকেএকটু আলাদা করতে চান , বোল্ড -ইটালিক্স কিম্বা আন্ডারলাইন করতে চান ৷ তাহলে পপ আপ মেনু থেকে বেছে নিয়ে দিয়ে দিতে পারেন বিশেষ লুক ৷ Photo-Collected


আপনি কোনও মেসেজ পড়েছেন কিন্তু এখনই উত্তর দিতে চান না ৷ তাহলে চ্যাটটা ডানদিকে সোয়াইপ করুন ৷ তারপর আনরিড সিলেক্ট করে দিন ৷ Photo-Collected