সম্বন্ধ করে বিয়ে হলে অসুবিধা একটাই। অল্প সময়ে মানুষটাকে সবটা জানা বা বোঝা হয়ে ওঠে না। তাই তাঁকে জানতে বা বুঝতে বিয়ের প্রথম রাতই কিন্তু প্রথম সিঁড়ি।
2/ 5
যা যা তাঁর সম্পর্কে জিজ্ঞাস্য় ছিল, এতদিন যেসবের সুযোগ পাননি, এখন অবশ্য়ই সেসব জানবেন, বুঝবেন। কিন্তু কয়েকটি বিষয়ে সাবধান থাকবেন।
3/ 5
চেষ্টা করবেন আপনাদের নতুন সম্পর্কে আর যেন অতীত না আসে। হতেই পারে আপনারা কোনও একটি তিক্ত সময় পার হয়ে এসেছেন। তাই প্রথম দিনের ঘনিষ্ঠ মুহূর্তে অতীতের প্রসঙ্গ টেনে এনে বর্তমানকে খারাপ করবেন না।
4/ 5
এতদিন আপনারা কাছে আসার সুযোগ পাননি। এই প্রথম রাত যেদিন প্রেমের জোয়ারে ভেসে যাবেন দুজন। তাই তার আগে এমন কোনও কথা বা মন্তব্য় করবেন না, যাতে আপনাদের সুন্দর মিষ্টি মুহূর্তগুলি নষ্ট হয়।
5/ 5
হয়তো প্রথম রাতে ঘনিষ্ঠ হতে একটু সমস্য়া হবে। কিন্তু তা বলে দূরে সরে যাবেন না। একে অপরকে আগলে রাখুন, জড়িয়ে ধরুন, মন খুলে গল্প করুন, তারপর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ুন। দেখবেন, আপনার সম্পর্ক সুন্দরের দিকে এগোচ্ছে।
Healthy Lifestyle: বিয়ের প্রথম রাত? সাবধান! ভুলেও করবেন না এই কয়েকটি জিনিস...
চেষ্টা করবেন আপনাদের নতুন সম্পর্কে আর যেন অতীত না আসে। হতেই পারে আপনারা কোনও একটি তিক্ত সময় পার হয়ে এসেছেন। তাই প্রথম দিনের ঘনিষ্ঠ মুহূর্তে অতীতের প্রসঙ্গ টেনে এনে বর্তমানকে খারাপ করবেন না।
Healthy Lifestyle: বিয়ের প্রথম রাত? সাবধান! ভুলেও করবেন না এই কয়েকটি জিনিস...
এতদিন আপনারা কাছে আসার সুযোগ পাননি। এই প্রথম রাত যেদিন প্রেমের জোয়ারে ভেসে যাবেন দুজন। তাই তার আগে এমন কোনও কথা বা মন্তব্য় করবেন না, যাতে আপনাদের সুন্দর মিষ্টি মুহূর্তগুলি নষ্ট হয়।
Healthy Lifestyle: বিয়ের প্রথম রাত? সাবধান! ভুলেও করবেন না এই কয়েকটি জিনিস...
হয়তো প্রথম রাতে ঘনিষ্ঠ হতে একটু সমস্য়া হবে। কিন্তু তা বলে দূরে সরে যাবেন না। একে অপরকে আগলে রাখুন, জড়িয়ে ধরুন, মন খুলে গল্প করুন, তারপর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ুন। দেখবেন, আপনার সম্পর্ক সুন্দরের দিকে এগোচ্ছে।