কন্ডোম কি দিয়ে তৈরি হয় জানেন? আমরা সাধারণত যে কন্ডোমগুলি ব্যবহার করি, সেগুলি তৈরি হয় মূলত রবার দিয়েই। তার মধ্যে থাকে পলিইউরিথেন বা ভেঁড়ার চামড়া বা পলিসোপ্রিন। গবেষকেরা বলছেন অনেক ক্ষেত্রে সিন্থেটিক কন্ডোমের মেয়াদ ৫ বছর অবধি হতে পারে। তবে প্রাকৃতিক উপাদানেও কন্ডোম তৈরি হয়। photo source collected