বিয়ে অনেক সময়েই স্বামী স্ত্রীর কাছে দমবন্ধ করা পরিবেশ হয়ে ওঠে ৷ এরকমও দাঁড়ায় পরিস্থিতি যে বিয়ে ভেঙে যে যাঁর পথে এগিয়ে যান৷ খাতায় কলমে তাঁদের ডিভোর্স হয়ে যায় ৷ অনেকেই মনে করেন বিয়ে ভাঙার প্রভাব সবথেকে বেশি পড়ে স্বামী বা স্ত্রীর উপর ৷ কিন্তু আসল ছবি হল, বিয়ে ভাঙলে তার জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় দম্পতির সন্তান ৷