হোম » ছবি » লাইফস্টাইল » করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

  • 17

    করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

    প্রায় এক বছর হতে চলল, করোনাভাইরাসে (Coronavirus) প্রভাবিত ভারত। অতিমারী পাল্টে দিয়েছে মানুষের অভ্যাস। পাল্টে গিয়েছে দেশের জীবনযাত্রা ও ভাবনা। কোভিড ১৯ (Covid 19) মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে শিখিয়েছে। রোগভোগের থেকে রক্ষা এবং সুস্থ জীবনযাপন করাই যার মূল লক্ষ্য। সেই অভ্যাসেরই অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে ফেস মাস্ক।

    MORE
    GALLERIES

  • 27

    করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

    করোনাকালের শুরু থেকেই ভারত-সহ বিশ্বের সব দেশে ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এতে কোভিড ১৯-এ সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তার পরেই বিশ্ব জুড়ে শুরু হয়ে যায় মাস্ক নিয়ে বিলাসিতা নামক সচেতনতা।

    MORE
    GALLERIES

  • 37

    করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

    নানা আকার, রং ও কারুকার্যের মাস্কে ছেয়ে গিয়েছে ভারতের বাজারও। তার মধ্যে কোনগুলি ডাক্তার কিংবা বিশেষজ্ঞদের নির্দিষ্ট করে দেওয়া, তা না জেনেই বাসে, ট্রামে, ট্রেনে যথেচ্ছ মাস্ক কিনে চলেছেন মানুষ। তাতে যে বিপদ বাড়তে পারে, তা জানাচ্ছেন গবেষকরা।

    MORE
    GALLERIES

  • 47

    করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

    ইউসি সান দিয়োগো (UC Sun Diego) এবং টরেন্টোর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের (University of Toronto Engineering) সম্মিলিত প্রয়াস ও বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (Indian Institute of Science or IISc) গবেষকদের উদ্যোগে এক স্টাডি করা হয়। সেখান থেকে তাঁরা যে পর্যবেক্ষণে পৌঁছেছেন, সে অনুযায়ী সার্স কিংবা করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষকে ত্রিস্তরীয় ফেস মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সিঙ্গল এবং ডবল লেয়ারের থেকে যা অনেক বেশি কার্যকর বলে মনে করেন গবেষকরা।

    MORE
    GALLERIES

  • 57

    করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

    সম্প্রতি করোনাভাইরাস এবং তা থেকে সুরক্ষা নিয়ে করা এই পরীক্ষা থেকে গবেষকদের পর্যবেক্ষণ, মানুষ হাঁচলে বা কাশলে শ্লেষ্মার বড় দানা (যার দৈর্ঘ্য ২০০ মাইক্রনের বেশি) মাস্কের ভিতরের পর্দায় জোরে আঘাতের পর ছোট ছোট কণায় ভেঙে বাতাসে ছড়িয়ে পড়ে। তা থেকে অন্যান্যদের শরীরে রোগ সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় বলেও জানিয়েছেন গবেষকরা।

    MORE
    GALLERIES

  • 67

    করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

    ত্রিস্তরীয় মাস্কের শেষ পর্দা ভেদ করে ছোট শ্লেষ্মার কণা আর বাইরে বেরোতে পারে না বলে জানানো হয়েছে। N95 তো বটেই, ত্রিস্তরীয় সার্জিক্যাল মাস্কও করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করে বলে জানিয়েছেন গবেষকরা।

    MORE
    GALLERIES

  • 77

    করোনা থেকে রক্ষার মোক্ষম বর্ম ত্রিস্তরীয় ফেস মাস্ক, বলছে নতুন সমীক্ষা

    রীতিমতো হাই স্পিড ক্যামেরার মাধ্যমে এই পরীক্ষাটি করে দেখেন গবেষকরা। তাতে দেখা গিয়েছে যে এক কিংবা দ্বিস্তরীয় মাস্কে যে ফ্যাবরিক ব্যবহার করা হয়, তা ১০০ মাইক্রনের নিচের শ্লেষ্মা কণাকে প্রশমিত করতে সক্ষম। আর বৃহত্তর ক্ষেত্রে ত্রিস্তরীয় মাস্কের উপযোগিতা বেশি বলে জানানো হয়েছে।

    MORE
    GALLERIES