জ্বর হলে তিন দিনের সময়সীমা না নিয়ে প্রথমেই পরীক্ষা করান। ডেঙ্গির NS1, ম্যালেরিয়া এবং করোনার পরীক্ষা করান। রোগ ধরা পড়ার পর আর এক মুহূর্ত নষ্ট করবেন না। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। মাথায় রাখবেন, যত দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হবে, তত দ্রুত ডেঙ্গিকে নির্মূল করা যাবে।