ত্বক থেকে সবসময়েই উপচে পড়ে রূপের লাবণ্য়। কীভাবে এত রূপের ঝলক বজায় রাখেন তিনি? সে কথা নিজেই বললেন অভিনেত্রী। বিভিন্ন মজাদার রিলে তিনি শ্য়ুটিংয়ের সময়কার ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন স্বাস্থ্য়কর ড্রিংস পান করছেন। শরীরে পর্যাপ্ত জলই তাঁর লাবণ্য় বজায় রাখে।
2/ 4
ভিডিওতে দীপিকাকে বিভিন্ন পোশাকে দেখা গিয়েছে। এর মধ্য়ে একটি সুন্দর কালো এবং সাদা অ্য়ানিম্য়াল প্রিন্টের পোশাকে সবচেয়ে নজর কেড়েছেন তিনি।
3/ 4
দীপিকা ভক্তদের বলেছেন যে তিনি যেখানেই যান তার সিপার বহন করেন। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জয়েন্টগুলিকে লুব্রিকেট করার জন্য় এই উপায়টি বেশ কার্যকর।
4/ 4
সম্প্রতি, অভিনেত্রীকে দেখা গিয়েছে শাকুন বাত্রার ছবি গেহেরাইয়াতে। ছবিতে দীপিকার সঙ্গে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনয় করেছেন। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবি পাঠানের শ্য়ুটিং করছেন স্পেনে।