জমানো টাকা দিয়েই বছরে একটা বড় ট্যুর করেন। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকাসহ ২৩ দেশ ঘুরে ফেলেছেন তাঁরা। তাঁদের এই গল্প সামনে আসে ২০১৯ সালে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হন এই দম্পতি। তাঁদের জীবন নিয়ে নানা প্রশ্ন করেছেন মানুষ। অনেকেই আবার তাঁদের মতো চাইছেন জীবন কাটাতে। প্রতি বছর তাঁরা ঘুরতে যান। কিন্তু এ বছর তাঁদের ঘুরতে যাওয়া হচ্ছে না। সে কথাও সোশ্যাল মিডিয়ায় জানান এই দম্পতি। টাকার অভাব তো ছিলই, কারণ করোনার জন্য ব্যবসা চলেনি এবছর। সেই সঙ্গে বন্ধ বিদেশ যাত্রাও। বহুদিন বন্ধ রাখতে হয়েছে চায়ের দোকান। জমেনি টাকা। তবে তাঁরা আশা রাখেন সামনের বছর সব বাঁধা কাটিয়ে ফের যাবেন বিদেশ। photo source collected