#কলকাতা: দক্ষিণ ভারতে রসম খুবই জনপ্রিয় খাবার। তবে এটি শুধু সুস্বাদুই নয়, সর্দি, কাশি, জ্বর কিংবা গা হাত পায়ে ব্যথাতেও রসম খেলে উপকার পাওয়া যায়। এই পদটির উপাদানগুলির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে পারে। একইসঙ্গে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক। রসম অন্যান্য পদের চেয়ে শুধু আলাদাই নয়, এটি খেতেও খুবই সুস্বাদু। শীতকালে কিংবা বর্তমান মহামারীর পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রসম খুবই ভালো খাবার৷ তাহলে জেনে নেওয়া যাক কী ভাবে এই স্বাস্থ্যকর রেসিপিটি বানাতে পারি আমরা। প্রতীকী ছবি ৷