সারা বিশ্বের বহু মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কেউ একবার, কিন্তু কেউ আবার একাধিক বার আক্রান্ত হয়েছেন। এমন মানুষও আছেন যাঁরা প্রতিটি করোনা ওয়েভেই আক্রান্ত হচ্ছেন। করোনা এমনিতেই গভীর প্রভাব ফেলে শরীরে। বিশেষ করে যাঁরা একাধিকবার করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের শরীরে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এই ভাইরাস।