

২০২০-র শুরুর থেকে আমাদের জীবনে সারাক্ষণ একটাই আতঙ্ক, তা হল করোনা ভাইরাস। লকডাউন থেকে শুরু করে মাস্ক, স্যানিটাইজার কত কিছুই না আমরা চিনলাম এই সময়টায়। এখন ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিক হয়েছে। বাজারে ভ্যাকসিনও এসে গিয়েছে। তবে ভ্যাকসিন কি সবাই নিতে পারবে? বা শারীরিক পরিস্থিতি কেমন থাকা উচিত এই ভ্যাকসিন নেওয়ার জন্য। photo source collected


কেন বলা হচ্ছে এমনকারণ এই টিকা নেওয়ার পর দু'জনের মৃত্যু হয়। এবং তারপর এক স্বাস্থ্য সংস্থা কিছু সতর্কতা জারি করে। যেখানে শরীরের কয়েকটি উপসর্গের কথা বলা হয়েছে। সেই উপসর্গ থাকলে টিকা নেওয়ার পর সমস্যা হলেও হতে পারে। photo source collected


যেমন যাদের অ্যালার্জির সমস্যা আছে। যেসব মায়েরা শিশুকে স্তনপান করান। এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও এখুনি এই ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। photo source collected


এমনকি প্রেসারের ওষুধ খাওয়া রোগীদের জন্যও এই ভ্যাকসিনকে এখনই নিরাপদ মনে করা হচ্ছে না। photo source collected


টিকা নেওয়ার আগে কী ওষুধ খাচ্ছেন এবং কী ধরনের অ্যালার্জি রয়েছে, তা চিকিৎসককে জানান ভ্যাকসিন গ্রহণ করার আগে। কোভ্যাকসিনের প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যাওয়া, চুলকুনি, মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব থাকতে পারে। তবে এগুলি সবটাই সতর্কতা হিসেবে বলা হয়েছে। করোনা থেকে মুক্তি পেতে হলে ভ্যাকসিনই একমাত্র পথ সেটাও মনে করছেন ডাক্তাররা। photo source collected