বসন্ত যাওয়ার আগেই তিনি হাজির। মাত্রারিক্ত গরমে ইতিমধ্যেই নাজেহাল সবাই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে গত কয়েকদিন যাবৎ গরমের মাত্রা অনেক বেশি যা একইসঙ্গে অস্বস্তিকর ও ক্লান্তিকর (Cooling With Home Remedy)। ঘরে, রাস্তায়, অফিসে কোথাও রেহাই নেই এই গরম থেকে। সারাদিন কাজ করে রাতে গরমে ঘুম হয় না। যাদের বাড়িতে এসি নেই, বা যাঁরা প্রাকৃতিক ভারসাম্য নষ্টের ভয়ে এয়ার কন্ডিশনার লাগাতে ইচ্ছুক নন, তাদের সবারই এখন দুর্বিষহ অবস্থা। প্রতীকী ছবি।