

• প্রেম দিবস। প্রেমের মাস। চারিদিকে প্রেমময় ব্যাপার-স্যাপার। একটা কথা ভুললে চলবে না। মনের রাস্তা কিন্তু পেট হয়েই যায়।


• আপনি ফুডি নাই হতে পারেন। কিন্তু নিলিবিলি, সুন্দর অ্যাম্বিয়েন্স এইটুকু না হলে চোখে চোখ রেখে প্রেম করা যায়? বলুন।


• সব সময় চাকুরিজীবীরাই প্রেম করেন, এমনটা তো নয়। স্কুল-কলেজ পড়ুয়ারা গিফট কিনবে না, রেস্তোরাঁর বিলের কথা ভাববে। এই বছর এই ভাবনাটা চাউম্যান-ই ভাবুক।


• শুধু তাই নয়, মিলের সঙ্গে থাকছে সারপ্রাইজ চকোলেট বক্স। খরচের কথা না ভেবে প্রেম দিবস উদযাপন করুন।


• তবে এই অফার শুধু কপলদের জন্য, এমন নয়। একা কিংবা পরিবারের সঙ্গে খেতে গিয়েও আপনি এই কম্বো অর্ডার দিতে পারেন।


• ৬৯৯-এর ভেজ কম্বো-তে থাকছে- (অতিরিক্তি ট্যাক্স) সুপ- ম্যাকাও সুপ/ হট অ্যান্ড সওয়ার সুপস্টাটার্স- ভেজ মোমো।


• মেন কোর্স- একজটিক ভেজিটেবিলস ইন চিলি বেসিল সস/ সুইট অ্যান্ড সওয়ার ভেজিটেবিলস, মুন ফ্যান ফ্রায়েড রাইস/সিঙ্গাপুর নুডলস, ডেজার্ট- নট্টি ক্রাঞ্চ।


• ৭৯৯-এর কম্বোতে থাকছে (অতিরিক্ত ট্যাক্স) - সুপ- লুং ফাং সুপ/ লেমন করিয়েন্ডার থিক সুপ (চিকেন/প্রন) স্টাটার্স- চিকেন মোমো ।