

বসন্ত এসে গিয়েছে। বাতাসে এখন প্রেম-প্রেম গন্ধ। এর মাঝেই শুরু হয়েছে ভ্যালেন্টাইনস উইক। সারা বছর কাজের ব্যস্ততায় যে কথাগুলো বলা হয়নি, যে মুহূর্তগুলো তৈরি হতে পারেনি, এবার সেই অধরা মুহূর্তের সাক্ষী হন। এই কটা দিন সঙ্গীকে আরও একটু স্পেশ্যাল ফিল করাতে পারেন। ইতিমধ্যেই রোজ ডে, প্রোপোজ ডে বিদায় নিয়েছে। আজ চকোলেট ডে। বিগত দুদিনে যদি তেমন কিছু স্পেশ্যাল না হয়ে থাকে, তাহলে আজকের দিনটা হাতছাড়া করা যাবে না। চটপট সঙ্গীর পছন্দের চকোলেট কিনে ফেলুন আর বলে দিন মনের কথা। সবই ঠিক আছে। শুধু এর সঙ্গে একটা রোম্যান্টিক টেক্সট হলে, বিষয়টা পুরোপুরি জমে যায়। তাই সঙ্গীর হোমস্ক্রিন জুড়ে থাকুক আপনার ভালোবাসার বার্তা।


এক্ষেত্রে রইল কিছু টেক্সটের তালিকা। সুযোগ বুঝে পাঠিয়ে দিতে পারেন প্রেমিক-প্রেমিকাকে। কিংবা কাছের মানুষের জন্য নিজের WhatsApp স্টেটাস, Facebook Story বা Instagram Reel-ও সাজিয়ে নিতে পারেন।তোমার স্বপ্নেই কাটে দিনচকোলেট নয়, তুমিই তুলনাহীন,দিনের প্রতিটি ইচ্ছেয় থাকো তুমিতাই বারবার চাই তোমাকেই!


বাক্সের চকোলেট ফুরোবে এক দিনবড় জোর সপ্তাহখানেক কিংবা এক বছর,তুমি থেকে যাবে হৃদয়েসারাজীবন অক্ষত অমর!


পৃথিবীর সব চেয়ে মিষ্টি চকোলেট খুঁজতে গিয়েবারবার তোমার কাছেই ফিরে আসি,তোমার থেকে মিষ্টি আর কিছু নেইতাই বারবার শুধু তোমায় ভালোবাসি!


আমার সব মন খারাপ, কঠিন সময়একটা হাসি ভুলিয়ে দিতে পারে,এক গোছা চকোলেট নিয়ে দাঁড়িয়েতোমার মিষ্টি মুখের অপেক্ষা করে!


প্রতিটি সকাল তোমার ছোঁওয়ায়আরও মধুর হয়ে ওঠে,প্রতি হৃদস্পন্দন জুড়ে শুধু তুমিতোমার কথারাই চকোলেট হয়ে লেগে ঠোঁটে!