Breast Cancer : ব্রেস্ট ক্যানসারের আগাম লক্ষণ এই ৬টি! নিজেই নিজের স্তন পরীক্ষা করুন নিয়মিত
Bangla Digital Desk
1/ 9
ক্যানসার যত দ্রুত ধরা পড়ে তত তার চিকিৎসার বেশি পথ খোলা থাকে। এই রোগের আভাস তাই আগে পাওয়া জরুরি। বিশেষ করে যাদের পরিবারের কেউ ক্যানসারে আক্রান্ত হয়েছেন তাঁদের বেশি সতর্ক থাকা উচিত।
2/ 9
মহিলাদের ক্ষেত্রে স্তনের ক্যানসারও আগে ধরা পড়লে সেখান থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তবে ধরা পড়তেই অনেকটা সময় লেগে যায়। কিন্তু কিছু উপসর্গ থাকে যা আগাম জানান দেয় স্তন ক্যানসারের।
3/ 9
মহিলারা নিজেদের স্তনের পরীক্ষা করুন সময় মতো। বংশে আগে কারও স্তন ক্যানসার হয়ে থাকলে আরও বেশি করে সতর্ক হোন। স্তনে এই বিষয়গুলি লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।
4/ 9
ঋতুস্রাব চলাকালীন স্তনে ব্যথা বা কোনও ধরনের অস্বস্তি হলেও চিকিৎসকের কাছে যান।
5/ 9
স্তনবৃন্তের আকৃতিতে পরিবর্তন হচ্ছে কি না তা লক্ষ্য রাখুন। হলে চিকিৎসকের কাছে যান।
6/ 9
স্তনে লাল র্যাশ হয়েছে কি না দেখুন। কোনও ধরনের অস্বস্তি চুলকুনি দেখা দিলে দেরি করবেন না।
7/ 9
স্তনে হাত দিয়ে বোঝার চেষ্টা করুন। হঠাৎ কোনও লাম্প বা গোলাকৃতি মাংসপিণ্ড দেখতে পেলে দেরি করবেন না চিকিৎসকের কাছে যেতে।
8/ 9
স্তনবৃন্ত বা নিপল থেকে কোনও তরল বেরোয় কি না সেদিকে লক্ষ্য রাখুন। এটাও কিন্তু আগাম জানান দেয় যে আপনি স্তন ক্যানসারের শিকার হতে পারেন।
9/ 9
স্তন ও বগলের সংযোগস্থল ভাল করে লক্ষ্য করুন কোন লাম্প বা ফোলা অংশ রয়েছে কি না। থাকলে সাবধান হোন।
Breast Cancer : ব্রেস্ট ক্যানসারের আগাম লক্ষণ এই ৬টি! নিজেই নিজের স্তন পরীক্ষা করুন নিয়মিত
ক্যানসার যত দ্রুত ধরা পড়ে তত তার চিকিৎসার বেশি পথ খোলা থাকে। এই রোগের আভাস তাই আগে পাওয়া জরুরি। বিশেষ করে যাদের পরিবারের কেউ ক্যানসারে আক্রান্ত হয়েছেন তাঁদের বেশি সতর্ক থাকা উচিত।
Breast Cancer : ব্রেস্ট ক্যানসারের আগাম লক্ষণ এই ৬টি! নিজেই নিজের স্তন পরীক্ষা করুন নিয়মিত
মহিলাদের ক্ষেত্রে স্তনের ক্যানসারও আগে ধরা পড়লে সেখান থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তবে ধরা পড়তেই অনেকটা সময় লেগে যায়। কিন্তু কিছু উপসর্গ থাকে যা আগাম জানান দেয় স্তন ক্যানসারের।
Breast Cancer : ব্রেস্ট ক্যানসারের আগাম লক্ষণ এই ৬টি! নিজেই নিজের স্তন পরীক্ষা করুন নিয়মিত
মহিলারা নিজেদের স্তনের পরীক্ষা করুন সময় মতো। বংশে আগে কারও স্তন ক্যানসার হয়ে থাকলে আরও বেশি করে সতর্ক হোন। স্তনে এই বিষয়গুলি লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।