করোনা (Coronavirus)-র জেরে দীর্ঘ লকডাউনে পরিবর্তন হয়েছে অনেক কিছুর। নিউ নর্মালের সঙ্গে মানিয়ে নিতে নিতে পরিবর্তন এসেছে মানুষের লাইফস্টাইলে। আর বাড়িতে থাকতে থাকতে মদ্যপানের দিকে ঝোঁক বেড়েছে প্রাপ্তবয়স্কদের। এমনই জানাচ্ছে নতুন সমীক্ষা। আমেরিকান জার্নাল অফ ড্রাগ অ্যান্ড অ্য়ালকোহল অ্য়াবিউজে প্রকাশিত একটি সমীক্ষা বলছে, বাড়িতে বেশি সময় কাটানোর জন্য প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের মধ্যে অ্যালকোহল পানের প্রবণতা বেড়েছে।
সমীক্ষাটিতে ১৮ বছরের উপরে আমেরিকার প্রায় ২০০০ জনকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তথ্য সংগ্রহ করা হয়। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে সেলফ রিপোর্ট সার্ভে করা হয় এর উপরে। সমীক্ষার বিষয় ছিল- প্যানডেমিকে দেশ জুড়ে লকডাউনের ফলে মানুষের মধ্যে স্ট্রেস বেড়ে যাওয়া ও তার ফলে অ্যালকোহল বা ক্ষতিকারক পানীয়র প্রতি তাদের ঝোঁক কতটা বেড়েছে!
সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত মদ্যপান করেন, বিশেষ করে যাঁরা দু'ঘণ্টার মধ্যে চার থেকে পাঁচ গ্লাস মদ পান করতে পারেন, তাঁদের মধ্যে অ্যালকোহল পানের প্রবণতা প্রতি সপ্তাহে ১৯ শতাংশ করে বেড়েছে। এ ক্ষেত্রে যাঁরা মদ্যপান সে ভাবে করেন না, তাঁদের তুলনায় নিয়মিত মদ্যপান যাঁরা করেন, তাঁদের অ্যালকোহল পানের প্রবণতা দ্বিগুনের থেকেও বেশি বেড়েছে।
তবে, এই সমীক্ষায় কিছু সমস্যা রয়েছে। যেহেতু এটা সেলফ রিপোর্টেড সমীক্ষা ছিল, তাই অনেকে ভুল তথ্যও নিজের সম্পর্কে দিয়ে থাকতে পারে। বা অযথা বাড়িয়ে তথ্য দিয়ে থাকতে পারে। আর এ ক্ষেত্রে মাত্র ২০০০ মানুষের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, যা অত্যন্ত ছোট একটি গ্রুপ। এই ২০০০ জনের লকডাউনের অ্যালকোহলের প্রতি ঝোঁকার প্রবণতা বেড়েছে বলে যে বাকি পুরো বিশ্বে বা আমেরিকার এত প্রাপ্তবয়স্কর মধ্যেও একই প্রবণতা তৈরি হয়েছে, এমন ধরে নেওয়া যায় না।