১) মুম্বই থেকে কোলাদ: আপনি মুম্বই-গোয়ার রাস্তা ধরে গাড়ি চালাচ্ছেন, বৃষ্টিভেজা রাস্তার এক অপরূপ দৃশ্য দেখবেন আপনি। এমনিতেই পশ্চিমঘাট পর্বতে বৃষ্টি পড়লে তার রূপ অন্যরকম হয়ে ওঠে। কুয়াশাময় রাস্তাই আপনার মন ভালো করে দেবে।
2/ 4
২) বেঙ্গালুরু থেকে কুর্গ: কফি খেতকে পাশে রেখে সীমানা ছাড়িয়ে আপনি চলেছেন ১৬৫কিমি রাস্তা। উইকেন্ডে লং-ড্রাইভ করার জন্য পারফেক্ট রোম্যান্টিক রাস্তা এটি।
3/ 4
৩) মালসেজ থেকে আম্বোলি: মহারাষ্ট্রের সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা পর্যটন কেন্দ্র হল মালসেজ ঘাট। মালসেজ থেকে আম্বোলি যাওয়ার রাস্তাখানা এত সুন্দর যে বহু সিনেমার শুটিং হয়েছে এখানে।
4/ 4
৪) উদয়পুর থেকে মাউন্ট আবু: আরাবল্লি পর্বতের সৌন্দর্য্য দেখতে হলে উদয়পুর থেকে মাউন্ট আবু আপনে গাড়ি করে যাতেই হবে। তবে বর্ষাকালে এই রাস্তারই রূপ বদলে যায় একেবারেই।