*যে ব্যক্তিকে নিয়ে গসিপ করা হচ্ছে তার সম্বন্ধে অনেক কিছু জানা যায়। সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য, স্বভাব, আচরণ ইত্যাদি অনেক কিছু সম্বন্ধেই জানা যায়। সেই ব্যক্তির লুকিয়ে রাখা অনেক বিষয় সম্পর্কেও জানা যায়। এত দিন হয় তো সেই ব্যাক্তি সম্পর্কে অন্য ধারণা ছিল, তাকে নিয়ে আলোচনার ফলে সেই ধারণা বদলে যাবে। সংগৃহীত ছবি।
*এ ছাড়া গসিপের মাধ্যমে অন্যের ভুল-ত্রুটি সম্পর্কেও বিষদে জানা যাবে। কী করলে সেগুলো শুধরানো যায়, সেই সম্পর্কেও একটা ধারণা পাওয়া যাবে গসিপের মাধ্যমে। এর থেকে নিজেদের ভুলত্রুটি গুলোও সহজে চোখে পড়বে। এর ফলে সেগুলো নিজেই শুধরে নেওয়া যাবে খুব তাড়াতাড়ি। অন্যের ভুল-ত্রুটি ধরার মাধ্যমে নিজেদের ভুলগুলোও স্পষ্ট হতে থাকবে। যা ভবিষ্যতে নিজেদেরকেই সাহায্য করবে। সংগৃহীত ছবি।
*কোনও ব্যক্তি, কোনও জায়গা, কোনও সিনেমা, কোনও সঙ্গী, কোনও খাবার ইত্যাদি নানা বিষয় নিয়ে গসিপ করা যেতে পারে। এর ফলে সেই সব বিষয় সম্পর্কে একটা ধারণা যেমন তৈরি হবে, ঠিক তেমনই সেই সব বিষয় সম্বন্ধে অজানা অনেক তথ্যও সামনে উঠে আসবে। এর ফলে নিজেদেরই সুবিধা হবে। গসিপ করার ফলে বেরিয়ে আসবে না জানা অনেক কথা। ঠিক মতো তাই পরনিন্দা না করে পরচর্চা করলে নিজেদের লাভই হবে। সংগৃহীত ছবি।