তিনি অপরূপা,পরমা সুন্দরী। বলিউডের সেরা সুন্দরীদের প্রতিযোগিতায় তাঁর জায়গা কেউ নিতে পারেনি। তিনি আর কেউ নন, ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) উষ্ণতার পারদ রয়েছে তুঙ্গে। বয়স ৫০ ছুঁই-ছঁই হলেও তাঁর গ্লামারে মরচে ধরেনি এতটুকুও। কথায় রয়েছে তাঁর মতো সুন্দরী শুধু ভারতে নয়, সমগ্র পৃথিবীতে দেখা পাওয়া দুষ্কর। তাই আজও আট থেকে আশি সকলেই অভিনেত্রীর সৌন্দর্যে পাগল।