সন্তানকে বড় করে তোলা (Parenting Tips) সহজ নয়। মা-বাবারা যথাসাধ্য চেষ্টা করেন তাদের সমস্ত ইচ্ছে-অনিচ্ছের খেয়াল রাখতে। কিন্তু তাতেও যেন কিছু বাকি রয়ে যায়। দিনে দিনে হয় তারা হয়ে ওঠে জেদি একগুঁয়ে, নয় তো পড়াশোনায় মন থাকে না। দুরন্তপনায় বাবা-মায়েরা হয়ে ওঠেন বিরক্ত। মনে রাখতে হবে (Parenting Tips) বাচ্চারা কিন্তু ছোটবেলায় মা-বাবার ব্যবহার থেকেই শেখে। তাই হয় তো তাদের কিছু ভুলের জন্য আজ বাচ্চারা এই ব্যবহার করছে। তাই প্রথম থেকেই সচেতন হন৷