কম্পোজিট বাথটব: যদি ছোট বাথরুম হয় তাহলে কম্পোজিট বাথটবের তুলনা হয় না। যেভাবে খুশি রাখা যায়। সাধারণত লম্বায় চার ফুট থেকে ছ’ফুট পর্যন্ত হয়। চওড়ায় সাড়ে তিন ফুট থেকে ছ’ফুট। আয়তাকার বাথটাবই বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়। কখনও কখনও বর্গাকার বাথটাবও হয়। গোল বাথটাব যে হয় না এমন নয়, কিন্তু তাতে জায়গা অনেকটা বেশি লাগে। প্রতীকী ছবি।
সজ্জা: বাথরুমে রাখতে হবে বেত, প্লাস্টিক, তার, স্টিলের ওয়েস্টবক্স৷ কমপ্রেসড কটন ন্যাপকিন৷ দেওয়ালে লাগানো সোপ র্যাক, মাছের আকারে নীল, লাল, গোলাপি রঙের সোপ ডিসপেনসার হোল্ডার, সাকশন টাওয়েল হোল্ডার রিং, সাকশন ন্যাপকিন হোল্ডার (Bathroom Decor), টাওয়েল হ্যাঙ্গার, বিগ টাওয়েল র্যাক, পট ক্লিনার ব্রাশ, থ্রি রড টাওয়েল র্যাক, বাথ ইউটিলিটি সাপোর্ট। প্রতীকী ছবি।