শুধু ঘরদোর পরিষ্কার রাখলেই হবে না। নিয়মিত পরিষ্কার করতে হবে বাথরুমও। কারণ এর সঙ্গে স্বাস্থ্যবিধি জড়িত। বাথরুমের জীবাণু এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে। তাছাড়া বাথরুম অপরিষ্কার থাকলে ব্যবহার করতেও বিরক্ত লাগে। তাই সপ্তাহে অন্তত একবার বাথরুম পরিষ্কার করা উচিত। তবে শুধু পরিষ্কার নয়, বাথরুম যাতে জীবাণুমুক্ত হয়, সেটাও খেয়াল রাখতে হবে। (Bathroom Cleaning Hacks)
বাথরুমের আয়না: জল, সাবানের ছিটে লেগে বাথরুমের আয়নায় নোংরা দাগ হয়ে যায়। অনেক সময় কাপড় দিয়ে মুছলেও সেই দাগ উঠতে চায় না। এক্ষেত্রে ভিনিগার এবং জল মিশিয়ে আয়নায় স্প্রে করে নরম সুতির কাপড় দিয়ে মুছলে দাগ উঠে যাবে। ব্ল্যাক টি-র লিকারও ব্যবহার করা যায়। চায়ে থাকা ট্যানিক অ্যাসিড এই ধরনের দাগ তুলতে খুব কার্যকর। (Bathroom Cleaning Hacks)
কমোড এবং টয়লেট সিট: পরিষ্কার কমোড এবং টয়লেট সিট জীবাণুমুক্ত পরিচ্ছন্ন বাথরুমের অবিচ্ছেদ্য অঙ্গ। টয়লেট ক্লিনার দিয়ে এগুলো পরিষ্কার করা যায়। তবে রাসয়নিকমুক্ত ক্লিনার ব্যবহার করতে চাইলে ১/৪ কাপ বেকিং সোডা এবং ১/৪ কাপ ভিনিগার মিশিয়ে কমোড ও টয়লেট সিটে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ব্রাশ দিয়ে সেগুলো ঘষে নিয়ে ধুয়ে দিতে হবে পরিষ্কার জলে।
ড্রেনের মুখ: অনেক সময় চুল, সাবান জল বা অন্য কিছু আটকে গিয়ে ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়। তখন জল বেরোতে সমস্যা। এক্ষেত্রে ১/৪ কাপ বেকিং সোডা, লেবুর রস, ১/২ কাপ ভিনিগার এবং জল মিশিয়ে ড্রেনের মুখে ঢেলে দিতে হবে। মিশ্রণটা ৫ থেকে ১০ মিনিট ড্রেনের মুখে বসুক। এবার তারপর গরম জল ঢেলে দিলে নিমেষে পুরোটা পরিষ্কার হয়ে যাবে।
শাওয়ার হেড: অনেক সময় শাওয়ার হেডে ময়লা জমে যায়। ফলে জল ঠিক মতো বেরোয় না। এই ময়লা সহজে পরিষ্কার করাও যায় না। তবে একটা উপায় আছে। একটা প্যাকেটে সাদা ভিনিগার ভরে শাওয়ার হেডে পেঁচিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভিনিগার ভরা প্যাকেটটা শাওয়ার হেডে পুরোপুরি ঢেকে যায়। এভাবে ১-২ ঘণ্টা ভেজানো থাক। এরপর প্যাকেটটা সরিয়ে জল দিয়ে ধুয়ে নিলেই দেখা যাবে শাওয়ার হেড একদম ঝকঝকে হয়ে গিয়েছে।
বাথরুমের দেওয়াল এবং মেঝের টাইলস: এটা পরিষ্কার করার জন্য ঘরেই একটা ক্লিনজার তৈরি করে নেওয়া যায়। ১ কাপ নুন, ১ কাপ বেকিং পাউডার, ১ কাপ বোরাক্স এবং সামান্য জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেটা লাগাতে হবে দেওয়াল এবং মেঝের টাইলসে। এবার ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে দিলেই ঝাঁ চকচকে হয়ে যাবে দেওয়াল এবং মেঝের টাইলস।
জলের দাগ: একনাগাড়ে ব্যবহারের ফলে কলের নিচে জলের দাগ হয়ে যায়। অনেক ঘষলেও সে দাগ উঠতে চায় না। এক্ষেত্রে রান্নাঘরেই সমাধান লুকিয়ে আছে। পাতি লেবু এবং মুসম্বি লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এই দাগ সহজেই তুলে দেয়। পাতি লেবু এবং মুসম্বি লেবু অর্ধেকটা করে কেটে নিয়ে জলের দাগের উপর ঘষতে হবে। মিনিট পনেরো পর জল দিয়ে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে দাগ। (Bathroom Cleaning Hacks)