স্বাস্থ্যের নিরিখে কলার জুড়ি মেলা ভার। ফলের মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল হচ্ছে কলা। ১২ মাসই পাওয়া যায় এই ফল। তার ওপর দামেও বেশ সস্তা। অনেকেই সকালের ব্রেকফাস্টে কলা খেয়ে থাকেন। এছাড়াও হঠাৎ খিদে পেলে খেয়ে ফেলেন কলা। কারণ খিদে মেটাতে কলার জুড়ি নেই। মধ্যবিত্তের হাতের নাগালে থাকা এই ফলের আরও কত গুণ জানেন? (Banana Hacks)
মাটির উর্বরতা বাড়াতে
খুব ভাল সার হিসেবে কাজ করে কলার খোসা। কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিন। সেগুলো মাটির নিচে পুঁতে দিন। খোসা থেকে মিথেন গ্যাস তৈরি হয়, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। গাছের আশপাশে কলার খোসা লাগিয়ে রাখুন। খোসা থেকে মাটি তৈরি হবে, যে মাটিতে থাকবে পরিপোষক পদার্থ। এছাড়া কলার খোসা সারারাত জলে ভিজিয়ে রেখে সেই জলটুকু দিন গাছে। দেখুন কেমন তরতরিয়ে বাড়ে গাছ।