Home » Photo » life-style » Tips for Healthy Life: সমীক্ষায় বিরাট বিস্ফোরণ! জীবনের সবচেয়ে বড় ভুল করছেন? রাত্রিবেলা আলো জ্বেলে না অন্ধকারে, কীভাবে ঘুমানো উচিৎ
Tips for Healthy Life: সমীক্ষায় বিরাট বিস্ফোরণ! জীবনের সবচেয়ে বড় ভুল করছেন? রাত্রিবেলা আলো জ্বেলে না অন্ধকারে, কীভাবে ঘুমানো উচিৎ
Tips for Healthy Life: কীভাবে ঘুমানো সব থেকে বেশি স্বাস্থ্যকর
রাত্রিবেলা ঘুমানোর সময়ে আলো বন্ধ করে ঘুমাতে হয় এটি ছোটবেলা থেকেই সন্তানদের অভ্যাস করান বাবা-মা ৷ কিন্তু এমনও বেশ কিছু মানুষ আছেন যাঁরা আলো বন্ধ করে ঘুমাতে পারেন না ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
অথবা কোনও কিছুতেই ভয়ের কারণে আলো সম্পূর্ণ রূপে বন্ধ করে ঘুমাতে পারেন না অনেকই ৷ তবে যাঁর যা স্বভাবই হোক না কেন আলো জ্বেলে রাত্রিবেলা ঘুমালে শরীরের অত্যন্ত ক্ষতি হয় ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
আমেরিকার ইলিনোইসেক নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের (Feinberg School of Medicine – Northwestern University) বিজ্ঞানীরা এই বিষয়ে এমন তথ্য প্রকাশ্যে এনেছেন যা শুনলে কপালে উঠবে চোখ ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
এই সমীক্ষায় দাবি করা হয়েছে যে রাত্রিবেলা আলো জ্বেলে ঘুমালে হার্টের সমস্যা ও ডায়বেটিসের ঝুঁকি বাড়তে থাকে ৷ রাত্রিবেলা আলো জ্বেলে ঘুমালে হৃদস্পন্দন বাড়তে থাকে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
শরীরের উপস্থিত ইনস্যুলিন বেড়ে যায় ফলে শরীরে অত্যন্ত ক্ষতি হতে থাকে ৷ প্রায় ২০ জন মানুষের উপরে পরীক্ষা করে দেখতে পাওয়া গিয়েছে যে প্রায় ১০ জন ১০০ লাক্স লাইটে অর্থাৎ মধ্যম মানের আলোতে ছিলেন ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
আর বাকি ১০ জন স্বল্প লাইটে রাতে ঘুমিয়েছেন কিছুদিন পরে এই দুই দলের মানুষের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে ৷ এই দুই দলের পরীক্ষার মধ্যে বিশাল পার্থক্য দেখা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
যাঁরা মধ্যম তীব্রতা সম্পন্ন আলো জ্বেলে শুয়ে ছিলেন তাঁদের হৃদস্পন্দন যাঁরা স্বল্প আলোতে ঘুমিয়েছিলেন তাঁদের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
এমন হয়েছে কারণ ঘুমাবার পরে আমাদের শরীরের স্বয়ংক্রিয় নার্ভ পদ্ধতি কাজ করতে থাকে (Autonomic Nervous System), যা একটু আলো পেলেই তীব্রতর হয়ে ওঠে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
যাঁরা আলোতে ঘুমান তাঁদের শরীরে ইনস্যুলিনের মাত্রা ১৫ শতাংশ বেড়ে যায় ৷ অল্প আলোতে যাঁরা ঘুমিয়ে ছিলেন তাঁদের ইনস্যুলিন ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ফিনবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের চিকিৎসক ডঃ ফাইলিস জি (Dr. Phyllis Zee) জানিয়েছেন আলো জ্বেলে শুতে গেলে সমস্ত কিছুই আমরা দেখতে পাই ৷ যা শরীরের পক্ষে অনেক ভয়ঙ্কর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
আলোহীন ভাবে বা হালকা হলুদ আলোতে ঘুমানো অত্যন্ত ভাল অভ্যাসের মধ্যে একটি ৷ প্রতীকী ছবি ৷