

এখনও বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনা। ভ্যাকসিন নেই, একমাত্র ভরসা সামাজিক দূরত্ববিধি। এই অবস্থায় সর্বত্রই জল্পনা, কাদের করোনা আক্রান্ত হওযার সম্ভাবনা বেশি, কাদের কম। এই সময়েই সামনে এল এক গবেষণা, যেখানে উঠে এসেছে, শ্বাসকষ্টের রোগীদের অর্থাৎ যাদের অ্যাস্থমা রয়েছে, করোনা হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


এই গবেষণাটি প্রকাশিত হয়েছে গত ২৪ ডিসেম্বর, দ্য জার্নাল অফ অ্যালার্জি অ্যান্জ ক্লিনিকাল ইমিউনোলজি শীর্ষক জার্নালে। সেখানে স্পষ্টই বলা হচ্ছে, অ্যাস্থমা রয়েছে এমন রোগীর করোনার ঝুঁকি কম।


পাশাপাশি রিসার্চাররা এই নিয়ে আরও বিস্তারিত গবেষণার কথাও বলেছেন। এই সমীক্ষায় এক্ষেত্রে নমুনা সংগ্রহ করেছিলেন ইজরায়েল থেকে। সেখানে ইহুদি এবং অইহুদি দুই ধরনেরই মানুষ ছিলেন। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে যেসব সংস্থাগুলি কোভিড পরীক্ষা করছিল তাদের থেকে নথি নেওয়া হয়।


দেখা গিয়েছে মোট ৩৭ হাজার ৪৬৯ জনের মধ্যে আরটিপিসিআর পদ্ধতিতে কোভিড সংক্রমণ পাওয়া গিয়েছে ২ হাজার ২৬৬ জনের মধ্যে। এর দেখা গিয়েছে অংশগ্রহণকীরী অ্যাস্থমা রোগীদের মধ্যে ৩ হাজার ৩৩৮ জনই আক্রান্ত হননি। আক্রান্ত হয়েছেন মাত্র ১৫৩ জন অ্যাস্থমা রোগী।