গৃহস্থ বাড়িতে টিকটিকি থাকবে এটাই স্বাভাবিক৷ কিন্তু, অনেক সময়েই এই টিকটিকিরা সংখ্যায় মারাত্মক হারে বেড়ে যায়৷ যা, নিত্যনৈমিত্তিক কাজেও নানা সমস্যার সৃষ্টি করে৷ তাছাড়া, অনেকে এমনও রয়েছেন, যাঁরা টিকটিক দেখলেই চিৎকার করে ওঠেন৷
2/ 12
বাড়ি থেকে টিকটিকি তাড়াতে বহু লোকে বহু টোটকা ব্যবহার করে দেখে৷ অনেক ক্ষেত্রেই লাভ হয়, আবার অনেক ক্ষেত্রে কোনও কাজেই লাগে না সেই টোটকা৷ অথবা কিছুদিন বাড়ি থেকেদূরে থাকলেও, কদিন পরে ফের দৌরাত্ম্য বাড়ে টিকটিকির৷
3/ 12
আসলে বাড়িতে টিকটিকি থাকা ভালই৷ এরা বাড়িতে ছোট পোকামাকড়ের উপদ্রব কমায়৷ কিন্তু, নেহাতই যদি কারও টিকটিকিতে ভয় থাকে, তাহলে টিকটিকি তাড়াতে এই পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন৷
4/ 12
ঘর সবসময় পরিষ্কার রাখুন। দেওয়াল এবং মেঝেতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল (ফিনাইল, ফ্লোর ক্লিনার) দ্রবণ দিয়ে নিয়মিত পরিষ্কার করুন। জানালা এবং দরজার কোণা, নীচ পরিষ্কার রাখুন। খাবার না থাকলে টিকটিকি নিজেই চলে যাবে। তাই নিশ্চিত করুন যাতে কোনও পোকামাকড় বাড়িতে যেন না থাকে।
5/ 12
কফি এবং টম্যাটো পাউডার জলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার দেওয়ালে সেই পিণ্ডগুলো আটকে দিন।
6/ 12
টিকটিকি ময়ূরের পালককে ভয় দেখায়। ঘরে ময়ূরের পালক রাখলে টিকটিকি কম আসে।
7/ 12
টিকটিকি আলোর প্রতি আকৃষ্ট হয়। সেজন্য প্রয়োজন ছাড়া আলো জ্বালিয়ে না রাখাই ভাল। ডিমের খোসা গন্ধও টিকটিকিরা সহ্য় করতে পারে না।
8/ 12
এছাড়াও, টিকটিকি পেঁয়াজের গন্ধ টিকটিকিরা পছন্দ করে না। পেঁয়াজের রস দেওয়ালে স্প্রে করলে টিকটিকি চলে যায়। গোটা পেঁয়াজ কেটে জানালা এবং ঘরের কোণে রেখে দিতে পারেন।
9/ 12
টিকটিকি ন্যাপথলিন বলের গন্ধে পালিয়ে যায়। এগুলি বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখলে উপকার হয়। তেজপাতা জ্বালিয়ে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন। টিকটিকিরা সেই গন্ধ সহ্য করতে পারে না।
10/ 12
ঘরের দেওয়ালে যেন ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখুন। আসবাবপত্র দেয়ালের ঠিকে ঠেকিয়ে রাখুন। তা ছাড়া মুরগির ডিমের খোসার কথা তো আগেও বলেছি। টিকটিকি তাড়াতে ডিমের খোসা খুব কাজের। আর টিকটিকি আপনার শরীরের খুব কাছে চলে এলে, সঙ্গে সঙ্গে তার গায়ে ঠান্ডা জল দিয়ে দিন।
11/ 12
কর্পূরের গুঁড়োও ঘরের আনাচে কানাচে ছিটিয়ে দিতে হবে। লেমন গ্রাস পুড়িয়ে ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন।
12/ 12
লেমন গ্রাস তেলে ডুবিয়ে যেখানে টিকটিকি দেখা যায়, সেখানে রেখে দিন।
Remove Lizards From Home: রান্নাঘর থেকে বাথরুম, টিকটিকি দেখেই গা শিউরে ওঠে! দেখুন তো এই ঘরোয়া টোটকায় কাজ হয় কি না
বাড়ি থেকে টিকটিকি তাড়াতে বহু লোকে বহু টোটকা ব্যবহার করে দেখে৷ অনেক ক্ষেত্রেই লাভ হয়, আবার অনেক ক্ষেত্রে কোনও কাজেই লাগে না সেই টোটকা৷ অথবা কিছুদিন বাড়ি থেকেদূরে থাকলেও, কদিন পরে ফের দৌরাত্ম্য বাড়ে টিকটিকির৷
Remove Lizards From Home: রান্নাঘর থেকে বাথরুম, টিকটিকি দেখেই গা শিউরে ওঠে! দেখুন তো এই ঘরোয়া টোটকায় কাজ হয় কি না
আসলে বাড়িতে টিকটিকি থাকা ভালই৷ এরা বাড়িতে ছোট পোকামাকড়ের উপদ্রব কমায়৷ কিন্তু, নেহাতই যদি কারও টিকটিকিতে ভয় থাকে, তাহলে টিকটিকি তাড়াতে এই পদ্ধতিগুলো ব্যবহার করে দেখতে পারেন৷
Remove Lizards From Home: রান্নাঘর থেকে বাথরুম, টিকটিকি দেখেই গা শিউরে ওঠে! দেখুন তো এই ঘরোয়া টোটকায় কাজ হয় কি না
ঘর সবসময় পরিষ্কার রাখুন। দেওয়াল এবং মেঝেতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল (ফিনাইল, ফ্লোর ক্লিনার) দ্রবণ দিয়ে নিয়মিত পরিষ্কার করুন। জানালা এবং দরজার কোণা, নীচ পরিষ্কার রাখুন। খাবার না থাকলে টিকটিকি নিজেই চলে যাবে। তাই নিশ্চিত করুন যাতে কোনও পোকামাকড় বাড়িতে যেন না থাকে।
Remove Lizards From Home: রান্নাঘর থেকে বাথরুম, টিকটিকি দেখেই গা শিউরে ওঠে! দেখুন তো এই ঘরোয়া টোটকায় কাজ হয় কি না
এছাড়াও, টিকটিকি পেঁয়াজের গন্ধ টিকটিকিরা পছন্দ করে না। পেঁয়াজের রস দেওয়ালে স্প্রে করলে টিকটিকি চলে যায়। গোটা পেঁয়াজ কেটে জানালা এবং ঘরের কোণে রেখে দিতে পারেন।
Remove Lizards From Home: রান্নাঘর থেকে বাথরুম, টিকটিকি দেখেই গা শিউরে ওঠে! দেখুন তো এই ঘরোয়া টোটকায় কাজ হয় কি না
টিকটিকি ন্যাপথলিন বলের গন্ধে পালিয়ে যায়। এগুলি বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখলে উপকার হয়। তেজপাতা জ্বালিয়ে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারেন। টিকটিকিরা সেই গন্ধ সহ্য করতে পারে না।
Remove Lizards From Home: রান্নাঘর থেকে বাথরুম, টিকটিকি দেখেই গা শিউরে ওঠে! দেখুন তো এই ঘরোয়া টোটকায় কাজ হয় কি না
ঘরের দেওয়ালে যেন ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখুন। আসবাবপত্র দেয়ালের ঠিকে ঠেকিয়ে রাখুন। তা ছাড়া মুরগির ডিমের খোসার কথা তো আগেও বলেছি। টিকটিকি তাড়াতে ডিমের খোসা খুব কাজের। আর টিকটিকি আপনার শরীরের খুব কাছে চলে এলে, সঙ্গে সঙ্গে তার গায়ে ঠান্ডা জল দিয়ে দিন।