ক্রীড়া এবং বিনোদন দুনিয়া মিলিয়ে পাওয়ার কাপলগুলির মধ্যে অন্যতম বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা৷ অনুরাগীদের কাছে তাঁরা প্রিয় বিরুষ্কা৷ খ্যাতি ও যশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জুটির সম্পত্তি৷ মুম্বইয়ে রাজকীয় অ্যাপার্টমেন্ট, দিল্লিতে বাংলো ছাড়াও আলিবাগে তাঁদের একটি মহার্ঘ্য খামারবাড়ি আছে৷