বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের যৌনখিদের চাহিদা কমে যায়৷ বিশেষ করে মেনোপজের আগে থেকে শুরু করে শেষ অবধি চলতে থাকে যৌনতার স্রোতে ভাটা পড়ার পর্ব৷ কিন্তু জানেন কি ছেলেদের মধ্যেও এই ধরনের সমস্যা দেখা দেয়৷ ছেলেদের ক্ষেত্রে এই সমস্যার নাম অ্যান্ড্রোপজ৷
2/ 6
মূলত হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে পুরুষদের যৌনতার চাহিদায় ভাটা পড়ে৷ এ ছাড়াও একাধিক কারণে পুরুষদের সেক্স ড্রাইভ কমে যেতে পারে একটা বয়সের পর৷
3/ 6
দীর্ঘ দিন ধরে কোনও কোনও ওষুধ খাওয়ার প্রভাবে অ্যান্ড্রোপজ দেখা দিতে পারে
4/ 6
কোলেস্টেরল, ব্লাড প্রেশার ও ব্লাড শুগারে দীর্ঘ দিন আক্রান্ত হলেও কমে যেতে পারে যৌন খিদে
5/ 6
টেস্টোটেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার পারিবারিক ইতিহাস থাকলেও আক্রান্ত হতে পারে
6/ 6
ওজন এবং বডি মাস ইনডেক্সের কারণেও এই সমস্যা হতে পারে